Header Ads

Header ADS

ইংরেজি ভাষা(BCS English Language)

 Basic English Grammar

For All Competitive Exams


বিসিএস স্বপ্ন দেখা সকল প্রার্থীর জন্য ইংরেজি ভাষা ও সাহিত্য অংশ বেশ চাপের মনে হয়। যারা ইংরেজি তে অনার্স এবং মাস্টার্স করেছে তাদের কাছে ইংরেজি অংশ নাম্বার উঠানোর জন্য প্রধান অংশ হিসেবে কাজ করে কিন্তু ইংরেজি ব্যতীত অন্য বিভাগে পড়াশুনা করা সকল প্রার্থীর কাছে ইংরেজি হাঁটু কাপানো বিষয় হিসেবে কাজ করে। তবে প্রাত্যহিক অনুশীলনে এ ভয় দূর করা সম্ভব। 


বিসিএস প্রিলিমিনারির এই অংশে আমরা ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্ক বিস্তারিত জানব এবং অনুশীলনের মাধ্যমে নিজেকে আরোও দক্ষ করে তুলবো।


সহজে বুঝার সুবিধার্থে আমরা বাংলা ইংরেজি উভয় ভাষা ব্যবহার করব। যাতে একজন শিক্ষার্থী সহজে নিজে পড়ে বুঝতে পারে এবং সে অনুযায়ী অনুশীলন করতে পারে। 


ইংরেজি ভাষা ও সাহিত্যে সর্বোমোট ৩৫ টি এমসিকিউ থাকবে যেখানে নাম্বার থাকবে ৩৫। এই অংশকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটি ইংরেজি ভাষা যেখানে ইংরেজি শেখার যাবতীয় বিষয় জানতে হবে এবং অপরটি ইংরেজি সাহিত্য যেখানে কবি জীবনীর সাথে বিভিন্ন সাহিত্য সম্পর্কে জানতে হবে।


ইংরেজি ভাষা(BCS English Language): 

এই অংশকে সাতটি স্তরে ভাগ করা হয়েছে যেখানে থেকে প্রশ্ন আসবে ২০টি। 

স্তরগুলো নিচে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো।।


স্তর-১ঃ- Parts of Speech (BCS English Preparation)

     এই অংশে যে বিষয় গুলো জানতে হবে।

  1. Noun

  • Determiner

  • Gender

  • Number

  1. Pronoun

  2. Verb

  3. Adjective 

  4. Adverb

  5. Preposition 

  6. Conjunction 


স্তর-২ঃ- Idioms & Phrase

এই অংশে যে বিষয় গুলো জানতে হবে।

  1. Meaning of phrase 

  2. Kind of phrase 

  3. Identifying phrase 


স্তর-৩ঃ- Clause 


স্তর-৪ঃ- Corrections 

এই অংশে যে বিষয় গুলো জানতে হবে।


  1. Tense

  2. Verb

  3. Preposition 

  4. Determiner 

  5. Gender

  6. Number 

  7. Subject verb agreement 


স্তর-৫:- Sentences & Transformations 


  1. Sentence 

  2. Voice

  3. Degree 


স্তর৬ঃ- Words 

  1. Meaning+ synonyms+ antonyms 

  2. Spellings

  3. Usage of words

  4. Prefix and suffix 


স্তর৭ঃ-  Composition 

  1. Name of parts of Paragraphs 

  2. Name of parts of Letters

  3. Name of parts of Application 



ইংরেজি সাহিত্য( BCS English Literature) অংশে যে বিষয়গুলো জানতে হবে সেগুলোকে দুই স্তরে ভাগ করা হয়েছে। প্রথম অংশে এলিজাবেথিয়ান সময় থাকে বর্তমান সময় পর্যন্ত লেখকদের জীবনী জানতে হবে এবং শেষ অংশে বিভিন্ন ড্রামা বা কবিতার কোটেশন বা পঙক্তি জানতে হবে।


এই অংশ থেকে মোট ১৫ টি এমসিকিউ থাকবে এবং পূর্ণমান হবে ১৫|




সাহিত্য অংশের জন্য আমরা আলাদা ওয়েবসাইট সাজিয়েছি। বিস্তারিত পড়তে ঘুরে আসুন নিম্নের ওয়েবসাইটে।


ওয়েবসাইট লিংকঃ- English Biography 









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.