Header Ads

Header ADS

BCS Cadre Facilities(বিসিএস ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ)

 BCS Cadre Facilities(বিসিএস ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ) 


আমরা সাধারণ এবং পেশাগত সব মিলায়ে ২৭ রকম ক্যাডার পদবি দেখে থাকি। একেকজন প্রার্থী দিন রাত একাকার করে পড়াশুনা করেন পছন্দের ক্যাডার হওয়ার জন্য।কিন্তু যারা কোন ক্যাডারে ক্যামন সুযোগ-সুবিধা জানেন না তারা আবেদন করার সময় পছন্দক্রম সাজাতে হিমশিম খেয়ে বসেন।


এখানে আমরা সকল ক্যাডার পদবির ব্যাপারে আলোচনা করবো যেনো আপনি খুব সহজে বুঝে নিতে পারেন আপনার জন্য কোন ক্যাডার পোষ্টটি উপযোগী এবং সে অনুয়ায়ী পছন্দক্রম সাজিয়ে আবেদন জমা দিতে পারেন।


এখানে শুরুতে আমরা বিভিন্ন ক্যাডারের পরিচিতি,পদক্রম,সুবিধা-অসুবিধা এবং শেষে ক্যাডার দের বেতন-ভাতা নিয়ে আলোচনা করা হবে।

 

ক্যাডার সমূহকে নিম্নের এই  দুই অংশে ভাগ করা হয়। 


সাধারণ ক্যাডারঃ- 


কারিগরি/পেশাগত ক্যাডারঃ-


বিসিএস ক্যাডারদের মাসিক বেতন সম্বলিত তথ্যাদি এখানে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.