BCS Cadre Facilities(বিসিএস ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ)
BCS Cadre Facilities(বিসিএস ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ)
আমরা সাধারণ এবং পেশাগত সব মিলায়ে ২৭ রকম ক্যাডার পদবি দেখে থাকি। একেকজন প্রার্থী দিন রাত একাকার করে পড়াশুনা করেন পছন্দের ক্যাডার হওয়ার জন্য।কিন্তু যারা কোন ক্যাডারে ক্যামন সুযোগ-সুবিধা জানেন না তারা আবেদন করার সময় পছন্দক্রম সাজাতে হিমশিম খেয়ে বসেন।
এখানে আমরা সকল ক্যাডার পদবির ব্যাপারে আলোচনা করবো যেনো আপনি খুব সহজে বুঝে নিতে পারেন আপনার জন্য কোন ক্যাডার পোষ্টটি উপযোগী এবং সে অনুয়ায়ী পছন্দক্রম সাজিয়ে আবেদন জমা দিতে পারেন।
এখানে শুরুতে আমরা বিভিন্ন ক্যাডারের পরিচিতি,পদক্রম,সুবিধা-অসুবিধা এবং শেষে ক্যাডার দের বেতন-ভাতা নিয়ে আলোচনা করা হবে।
ক্যাডার সমূহকে নিম্নের এই দুই অংশে ভাগ করা হয়।
সাধারণ ক্যাডারঃ-
প্রশাসন ক্যাডার(Admin Cadre)
পুলিশ ক্যডার (Police Cadre)
আনসার ক্যাডার (Ansar Cadre)
পররাষ্ট্র ক্যাডার (Foreign Cadre)
কর বা ট্যাক্স ক্যাডার (Tax Cadre)
কাস্টম ক্যাডার (Customs Cadre)
অডিট বা নিরীক্ষা ও হিসাব ক্যাডার (Audit Cadre)
সমবায় ক্যাডার (Cooperative Cadre)
ডাক ক্যাডার (Postal Cadre)
ইকোনমিক ক্যাডার(প্রশাসন ক্যাডারের সাথে একীভূত)
পরিবার পরিকল্পনা ক্যাডার(Family Planning Cadre)
কারিগরি/পেশাগত ক্যাডারঃ-
স্বাস্থ্য ক্যাডার (Health Cadre)
জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার (Public Health Engineering Cadre)
মৎস্য ক্যাডার (Fisheries Cadre)
খাদ্য ক্যাডার (Food Cadre)
তথ্য ক্যাডার
পশু সম্পদ ক্যাডার
গণপূর্ত ক্যাডার
রেলওয়ে প্রকৌশল ক্যাডার
রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার
সরক ও জনপথ ক্যাডার
পরিসংখ্যান ক্যাডার
কারিগরি শিক্ষা ক্যাডার
বাণিজ্য ক্যাডার
কৃষি ক্যাডার
কোন মন্তব্য নেই