বিসিএস ক্যাডারের বেতন ( BCS Cadre Salary)
সবার মনে হাজারো প্রশ্ন- বিসিএস ক্যাডারের বেতন কত? বিসিএস ক্যাডাররা মাসে কত টাকা আয় করেন? বিসিএস ক্যাডাদের সুবিধা অসুবিধা কি কি? কোন ক্যাডারে কি সুবিধা? কোন ক্যাডারের ক্ষমতা বেশি? কোন ক্যাডারে ছুটি বেশি ইত্যাদি ।
বর্তমান সময়ে শহর কিংবা গ্রামে চাকরি প্রত্যাশী সবারই প্রথম পছন্দ বিসিএস ক্যাডার।অনার্স শেষ হওয়ার পর থেকে চাকরির বয়স থাকা পর্যন্ত সবাই কঠোর পরিশ্রম করে যায় পছন্দের ক্যাডার হওয়ার জন্য।
সবার মনে ধারণা থাকতে পারে যে একজন ক্যাডার যোগদানের সাথে সাথেই মনে হয় লাখ টাকা আয় করেন।কিন্তু প্রকৃতপক্ষে এমনটা ঘটে না।
এখানে আমরা বিসিএস ক্যাডারদের মূল বেতনের পাশাপাশি আনুষাঙ্গিক যে বেতন ভাতা পেয়ে থাকেন সে ব্যাপারে বিস্তারিত জানবো।
একজন বিসিএস ক্যাডারের বেতন(BCS Cadre Salary)
একজন বিসিএস ক্যাডারের মূল বেতন কত
একজন বিসিএস ক্যাডার নবম গ্রেডে চাকরিতে যোগদান করেন।২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী এই গ্রেডে মূল বেতন ধার্য করে হয় (২২০০০ - ৫৩০৬০) টাকা। তবে ঢোকার শুরুতেই একটি ইনক্রিমেন্ট পান যার জন্য মূল বেতন হয় ২৩১০০ টাকা।
ঢাকা সিটি কর্পোরেশনে বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম অন্যান্য সিটি কর্পোরেশন বা এলাকার থেকে তুলনা মূলক অনেক বেশি।তাই কোনো ক্যাডার যেনো বৈষম্যের শিকার না হন সেজন্য এলাকা ভেদে অন্যান্য বেতন ভাতায় কিছু কম বেশি করা হয়ে থাকে।
কর্মস্থল যাদের ঢাকা সিটি কর্পোরেশনে হবে তারা বাড়ি ভাড়া বাবদ ১২,৭০৫ টাকা পাবেন এবং চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা পাবেন। মূল বেতনের সাথে যোগ হয়ে মোট ৩৭৩০৫টাকা পাবেন।
কর্মস্থল যাদের অন্যান্য সিটি কর্পোরেশনে হবে তারা বাড়ি ভাড়া বাবদ ১০৩৯৫ টাকা পাবেন এবং চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা পাবেন। মূল বেতনের সাথে যোগ হয়ে মোট ৩৪৯৯৫টাকা পাবেন।
কর্মস্থল যাদের অন্যান্য এলাকায় হবে তারা বাড়ি ভাড়া বাবদ ৯২৪০ টাকা পাবেন এবং চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা পাবেন। মূল বেতনের সাথে যোগ হয়ে মোট ৩৩৮৪০ টাকা পাবেন।
ইনক্রিমেন্ট বেশি হলে বেতন আরোও বেড়ে যাবে।
এ ছাড়াও যে সকল ভাতা পেয়ে থাকেন
একজন বিসিএস ক্যাডার কত টাকা শিক্ষা সহায়ক ভাতা পান
কোনো কর্মকর্তার একজন সন্তান থাকলে শিক্ষা ভাতা বাবদ ৫০০ টাকা পাবে। দুজন বা তার অধিক সন্তান থাকলে ১০০০ টাকা মাসিক বেতনের সাথে পাবেন। তবে কেউ যদি নিঃসন্তান হোন তবে এই ভাতা পাবেন না।
একজন বিসিএস ক্যাডার কত টাকা উৎসব ভাতা
বিসিএস ক্যাডারগন বছরে দুটি উৎসব ভাতা পাবেন যা তাদের মূল বেতনের সমান হয়ে থাকে। এছাড়া উৎসব বাবদ আরেকটি ভাতা পেয়ে থাকেন যেটা নববর্ষ ভাতা হিসেবে যোগ হয় এবং এর পরিমাণ হয় মূল বেতনের ২০%।
একজন বিসিএস ক্যাডার কত টাকা বিনোদন ভাতা
সরকারি বেসরকারি সবাই প্রায়শই অতিরিক্ত ছুটি কাটান। বিসিএস ক্যাডারগন প্রতি দুই বছরে ১৫ দিন অতিরিক্ত ছুটি পাবেন এ সময় বিনোদন ভাতা হিসেবে মূল বেতনের সমান টাকা পাবেন।
একজন বিসিএস ক্যাডার কত টাকা পাহাড়ি ভাতা পান
পার্বত্য অঞ্চল গুলো সহ দেশে বেশ কিছু দুর্গম জায়গা আছে যেখানে বসবাস করা কিছুটা ঝুঁকির। সেজন্য এসব অঞ্চলে যাদের পোস্টিং হয় তাদের জন্য পাহাড়ি ভাতা হিসেবে মূল বেতনের ২০% দেয়া হয় যার পরিমাণ ২০০০ - ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
একজন বিসিএস ক্যাডার কত টাকা ভ্রমণ ভাতা পান
কাজের সুবাদে বা অবকাশ যাপনে কে না চায় একটু ঘুরে আসি! তবে সরকারি কোনো কাজে যদি ভ্রমণ করতে হয়। তাহলে ভ্রমণের জন্যও ক্যাডারগন ভাতা পেয়ে থাকেন। এ ভাতা দৈনিক ৭০০ টাকা থেকে ১৪০০ টাকা হয়ে থাকে।
৫ম গ্রেড বা তার উপরের গ্রেডের কর্মকর্তাগন সরকারি কাজে ট্রেন বা জাহাজে ভ্রমণের সময় শীততাপ নিয়ন্ত্রিত আসনে এবং বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে পারবেন। অন্যরা প্রথম শ্রেণির আসন বরাদ্দ পাবেন। তবে বাসে ভ্রমণের জন্য সবাই শীততাপ নিয়ন্ত্রিত আসন পাবেন।
কোথাও বদলি হলে পরিবহন খরচ সরকার বহন করে।
একজন বিসিএস ক্যাডার কত টাকা পেনশন পান
চাকরি জীবন শেষ মানে অবকাশ জীবন শুরু । এ সময় কোনো কাজ করার না থাকে কোনো আগ্রহ না থাকে শক্তি। সরকারি কর্মকর্তাগন চাকরি জীবন শেষে এককালিন বা মাসিক হারে যে নির্দিষ্ট পরিমান বেতন পেয়ে থাকেন তাই আসলে পেনশন হিসেবে পরিচিত।
একজন ক্যাডার যখন চাকরি জীবন শেষ করেন তখন তার মূল বেতন থাকে ৭১২০০ টাকা। বিনা বেতনে ছূটি না কাঁটিয়ে যদি কোনো কর্মকর্তা ২৫ বছরের বেশি চাকরি করে থাকেন তিনি পেনশন হিসেবে মাসিক ((৭১২০০*৯০%)/২)=৩২০৪০ টাকা এবং সাথে চিকিৎসা ভাতা বাবদ ১৫০০ টাকা মোট ৩৩৫৮০ টাকা পাবেন।
বয়স ৬৫ বছরের উর্ধ্বে হলে চিকিৎসা ভাতা বাবদ ২৫০০ টাকা পাবেন তখন মোট বেতন দাঁড়াবে ৩৪৫৮০ টাকা ।
যদি এককালিন আনুতোষিক নেন তবে পরিমাণ হবে ((৭১২০০*৯০%)/২)*২৩০=৭৩৬৯২০০ টাকা।
এছাড়া ছুটির হিসেবে এককালিন ল্যাম্পগ্রান্ট বাবদ পাবেন (৭১২০০*১৮)= ১২৮১৬০০ টাকা।
পরিশেষে আপনার মনে যদি প্রশ্ন জাগে যে একজন প্রশাসন ক্যাডার কত বেতন পান? বা একজন ম্যাজিস্ট্রেট কত বেতন পান? বা একজন স্বাস্থ ক্যাডার কত বেতন পান? বা একজন শিক্ষা ক্যাডার কত বেতন পান?
উত্তর হচ্ছে সবার জন্যই মূল বেতন সমান। তবে আনুষাঙ্গিক ভাতা গুলোর জন্য এবং পদন্নোতি জটিলতার জন্য কম বেশি হতে পারে।
কোন মন্তব্য নেই