Header Ads

Header ADS

(Admin Cadre Facilities)প্রশাসন ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ

Admin Cadre Facilities



পরিচিতিঃ-(BCS Admin Cadre)

ক্যাডার প্রার্থীদের মধ্যে প্রায় সবারই পছন্দ তালিকার প্রথমে থাকে প্রশাসন ক্যাডার। প্রশাসন ক্যাডার হিসেবে আপনি দুই সেকশনে যোগদান করতে পারবেন। প্রথমত মাঠ প্রশাসন দ্বিতীয়ত সচিবালয়।


মাঠ প্রশাসনে আপনাকে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে হবে। এ সময় আপনার পদ হবে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।


(admin cadre rank)প্রশাসন ক্যাডার পদক্রমঃ- এসি ল্যান্ড<<ইউএনও<<এডিসি<<ডিসি


সচিবালয়ে আপনাকে সহকারী সচিব হিসেবে যোগদান করতে হবে। সরকারের পাঁচটি সচিবালয় (বাংলাদেশ সচিবালয়,পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়,নির্বাচন কমিশন সচিবালয়,জাতীয় সংসদ সচিবালয়,মন্ত্রিপরিষদ সচিবালয়) এর যেকোনো এক জায়গায় পোস্টিং হবে। 


(admin cadre rank)প্রশাসন ক্যাডার পদক্রমঃ- উপসচিব<<সচিব



প্রশাসন ক্যাডার হওয়ার যোগ্যতাঃ-

শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি(Hons) অথবা যে কোনো বোর্ড থেকে এইচএসসি পাশের পর ৪ বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। 
কোন প্রার্থী যদি তার শিক্ষা জীবনে একাধিক ৩য় শ্রেণি বা সমমানের জিপিএ পেয়ে থাকে তবে বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য বিবেচিত হবেন।


প্রশাসন ক্যাডারদের সুবিধাঃ-(admin cadre advantages)


  • সরাসরি জনগণের সেবা করা যায়।

  • বিদেশে স্কলারশিপে পড়ার সুযোগ বেশি।

  • লজিস্টিক সুবিধা পাওয়া যায়।

  • পাব্লিক পরীক্ষাগুলোতে ম্যাজিস্ট্রিয়াল দায়িত্ব পালন করবেন। 

  • মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিচারিক দায়িত্ব পাবেন।

  • সরাসরি পাঠ প্রশাসনে নেতৃত্ব দিতে পারবেন।

  • প্রেষণে বিভিন্ন সংস্থায় যোগদান করতে পারবেন। 

  • বৈচিত্রময় জীবন যাপনের জন্য এটি উত্তম।কেনোনা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের সকল অধিদপ্তর,পরিদপ্তর,বোর্ড,কর্পোরেশনগুলোতে পেতে পারেন।




প্রশাসন ক্যাডারদের অসুবিধাঃ-(admin cadre disadvantages)


  • অনেক বেশি কাজের প্রেসার থাকে। 

  • ছুটি কম থাকে কেনোনা প্রায় সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়।

  • জনবল বশি থাকায় পদোন্নতিতে জটিলতা দেখা যায়।

  • রাজনৈতিক চাপ থাকে। 



বিসিএস প্রশাসন ক্যাডারের বেতন
সকল ক্যাডারের বেসিক বেতন সমানই থাকে। বিস্তারিত এখানে( Admin Cadre Salary )







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.