(Police Cadre Facilities)পুলিশ ক্যাডারদের সুযোগ-সুবিধা সমূহ
পরিচিতিঃ-
পুলিশ মানে পাওয়ার। একটা সময় ছিলো যখন মানুষ পুলিশ দেখলেই ভয়ে পালিয়ে বেড়াতো। কিন্তু দিন যত পেড়িয়ে যাচ্ছে মানুষের ভাবনা বলদে যাচ্ছে। পুলিশ মানে জনগনের বন্ধু। বর্তমানে ক্যাডার তালিকার পছন্দের শীর্ষ স্থান ধরে রাখছে এই ক্যাডার। যারা মনে করেন দেশে অপরাধীদের যম হবেন তাদের জন্য প্রথম পছন্দ এই ক্যাডার।
পদক্রমঃ-
এএসপি<< এসপি<< এডিশনাল ডিআইজি<<ডিআইজি<<এডিশনাল আইজি<< আইজিপি।
সুবিধাঃ-
বিপদে পড়া সাধারণ মানুষের সাহায্য সরাসরি হাত বাড়াতে পারবেন।
অন্য ক্যাডারে থেকে বেতন ভাতা বেশি।
পর্যাপ্ত রেশন পাবেন।
কোনো জেলা বা সার্কেলের দায়িত্বে পদন্নোতি হলে সুসজ্জিত বাংলো পাবেন।
বিদেশে প্রশিক্ষণের সুবাদে ভ্রমনের সুবিধা তো থাকছেই।
কমপক্ষে তিনবার জাতিসংঘ শান্তি মিশনে যেতে পারবেন।
এসবি,ডিবি তে কাজের সুযোগ পাবেন।
প্রষণে এনএসআই, দুদক ইত্যাদি তে যোগদান করতে পারবেন।
পারিবারিক সুরক্ষার সুবিধা পাবেন।
অসুবিধাঃ-
অনেক বেশি কাজের প্রেসার থাকে।
ছুটি কম থাকে কেনোনা প্রায় সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়।
একই পোশাকে বিরক্তি এসে পড়ে।(যদিও সবার জন্য না)
পদন্নোতি কম।
রাজনৈতিক যাপ থাকে।
কোন মন্তব্য নেই